স্তন ক্যানসারের ঝুঁকি কোন বয়সে বেশি?

সাধারণত আমাদের দেশে ৪৫ থেকে ৭৫ বছর বয়সে স্তন ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫৯তম পর্বে কথা বলেছেন ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ।
বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : নারীরা সাধারণত কোন বয়সে এই ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে?
উত্তর : সাধারণত ৪৫ বছরের পরে ঝুঁকি থাকে। সবচেয়ে বেশি ঝুঁকি হয় ৫৫ বছরের পরে। আবার একটি বয়সের পর ঝুঁকি কমে যায়। ৭৫-৭৬ বছরের পর ঝুঁকি কমে যায়। কোনো কোনো দেশে শুরু হয় ৪৫ বছর থেকে, কোনো কোনো দেশে ঝুঁকি শুরু হয় ৫৫ বছর থেকে। আমাদের মতো দেশে ৪৫ বছরে। যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্যে আরেকটু বেশি বয়সে আমরা স্তন ক্যানসার পাই। আমাদের দেশে ৪৫ থেকে ৭৫ বছর বয়সটি ঝুঁকিপূর্ণ।
প্রশ্ন : কম বয়সে, কম ঝুঁকি, মাঝ বয়সে বেশি ঝুঁকি আবার বেশি বয়সে বেশি ঝুঁকি- এর কারণ কী?
উত্তর : মাঝ খানের সময়টিতে বেশি, এর কারণ হলো এ ক্ষেত্রে হরমোনের কিছু বিষয় রয়েছে। আমরা স্তন ক্যানসারের ক্ষেত্রে বলি হরমোন নির্ভর টিউমার। আবার হরমোন দিয়ে চিকিৎসাও করা যায়। হরমোন দিয়ে প্রভাবিত হয়ে অনেক টিউমার হয়। চিকিৎসার জন্যও হরমোনকে ব্যবহার করা যায়। একটি হলো হরমোন নির্ভর, আরেকটি হলো হরমোনে স্পর্শকাতর টিউমার। ওই সময় হরমোনের পরিবর্তন হচ্ছে- এটি একটি বড় কারণ।