স্তন ক্যানসার কেন হয়?

হরমোনের প্রভাবের কারণে অনেক সময় স্তন ক্যানসার হয়। তবে এর বাইরেও স্তন ক্যানসার হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ কিছু বিষয় রয়েছে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৫৯তম পর্বে কথা বলেছেন ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের অনকোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হরমোনের ঝুঁকির প্রভাবের বাইরে আর কি ঝুঁকি রয়েছে, যেটি স্তন ক্যানসারের কারণ হতে পারে?
উত্তর : কর্মহীনতা, বেশি ওজন, শরীরে চর্বির আধিক্য, পারিবারিক ইতিহাস – এগুলো ঝুঁকিপূর্ণ কারণ। আমরা যারা রোগী দেখি, আমাদের ধারণা, এখানে কিছু আলাদা বিষয় থাকতে পারে। যেমন, কিছু ক্যানসার হওয়ার রাসায়নিক পদার্থ থাকতে পারে। আমাদের দেশের নারীরা কিন্তু অতোটা কায়িক পরিশ্রম করে না, তাদের শরীরে চর্বি একটু বেশি। যারা খাদ্য কম পাচ্ছে, নিম্ন শ্রেণী, তাদের কথা আলাদা। তবে যারা মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তাদের সমস্যা হতে পারে। তারা কিন্তু স্থূল হয়। ক্যানসারের কারণ হতে পারে এমন অনেক রাসায়নিক থেকে যাচ্ছে শরীরে। এগুলো ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। আমাদের মতো দেশে, যেখানে নারীরা শারীরিকভাবে কাজ করে না তাদের ঝুঁকি থাকে , আবার পরিবেশে অনেক দূষণ থাকে- এগুলো ক্যানসার তৈরি করতে পারে। সবই ধারণা। তবে ধারণা অমূলক নয়।