জরায়ুমুখের ক্যানসার বাড়ছে কেন?

জরায়ুমুখের ক্যানসার নারীদের মধ্যে দ্বিতীয় প্রচলিত ক্যানসার। বিভিন্ন কারণে এটি এখন বাড়ছে।
জরায়ুমুখের ক্যানসার বাড়ার কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৬২তম পর্বে কথা বলেছেন ডা. রকিব উদ্দীন আহম্মেদ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জরায়ুমুখের ক্যানসার বাড়ছে কেন?
উত্তর : জরায়ুর ক্যানসার নারীদের ক্ষেত্রে বাংলাদেশে দ্বিতীয় স্থান দখল করেছে। যেহেতু জরায়ু নারীদের একটি ব্যক্তিগত অঙ্গ, তাই আমরা জনগণকে সচেতন করতে পারিনি। আমাদের দেশে একটু লজ্জাবোধের কারণে আলোচনা কম হয়। তাই সচেতনতাও কম। তবে এখন অনেক আলোচনা হচ্ছে। এখন আমরা জানাতে সক্ষম হচ্ছি, মিডিয়া জানাচ্ছে। এখন আমার ধারণা, আগের চেয়ে জনগণ একটু হলেও সচেতন।