একটোপিক প্রেগন্যান্সিতে যেসব লক্ষণ প্রকাশ পায়

একটোপিক প্রেগন্যান্সি একটি জটিল সমস্যা। গর্ভধারণের সঠিক অংশে গর্ভধারণ না করে অন্য অংশে (যেমন জরায়ুনালি, ওভারি ইত্যাদি) গর্ভধারণ করাকে একটোপিক প্রেগন্যান্সি বলা হয়।
একটোপিক প্রেগন্যান্সির লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৬তম পর্বে কথা বলেছেন ডা. আমেনা বেগম। বর্তমানে তিনি কে জি হসপিটালে গাইনি ও অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটোপিক প্রেগন্যান্সির সময় কী ধরনের লক্ষণ দেখা দেবে?
উত্তর : একটোপিক প্রেগন্যান্সিতে ১০০ ভাগ রোগী আসে পেট ব্যথা নিয়ে। সে কারো ক্ষেত্রে খুব তীক্ষ্ম হয়, কারো ভোঁতা ব্যথা হয়। কারো দেখা যায় তলপেটের একপাশে থাকতে পারে, কারো দুপাশে থাকতে পারে। কারো পুরো পেটজুড়ে হতে পারে। এমনকি কাঁধে ব্যথা নিয়েও রোগী আমাদের কাছে আসতে পারে। আর সেইসঙ্গে ছয় থেকে আট সপ্তাহের মতো তার হয়তো ঋতুস্রাবটা বন্ধ আছে। গর্ভাবস্থায় প্রাথমিক যে লক্ষণ, বমি, ক্ষুধামান্দ্য এগুলো থাকে। এই লক্ষণগুলো নিয়ে রোগী সাধারণত আমাদের কাছে বেশি আসে। অনেকে বলে যোনীপথ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। খুব বেশি নয়, দেখা যায় সামান্য রক্তক্ষরণ বা দাগ দাগ হচ্ছে। সাধারণত রোগী আমাদের কাছে এসব অভিযোগ নিয়ে আসে।