‘প্রতি বছর ২৮ জন নারী জরায়ুমুখের ক্যানসারে মারা যায়’

জরায়ুমুখের ক্যানসার নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সমস্যা। দুঃখজনক হলেও সত্য এর প্রকোপ দিনে দিনে বাড়ছে। তবে এটি প্রতিরোধে স্ক্রিনিং প্রোগরাম ও ভ্যাক্সিনের ব্যবস্থা রয়েছে।
জরায়ুমুখের ক্যানসারের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৭তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছেন।
প্রশ্ন : জরায়ুমুখের ক্যানসার বলতে ঠিক কোন অংশের ক্যানসারকে বোঝানো হয়?
উত্তর : জরায়ুমুখের ক্যানসার উন্নয়নশীল দেশে আসলে খুবই প্রকট। একটি পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে প্রায় ২৮ জন নারী প্রতি বছর জরায়ুমুখের ক্যানসারে মারা যায়। তবে সুখের কথা হলো জরায়ুমুখের ক্যানসার নির্ণয় করার জন্য স্ক্রিনিং প্রোগরাম রয়েছে। আমাদের যে স্ক্রিনিং প্রোগ্রাম রয়েছে সেটি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সরকারিভাবেও চালু রয়েছে। স্বাস্থ্যকেন্দ্র বা মেডিকেল হাসপাতালগুলোতে ভায়া পরীক্ষার মাধ্যমে আমরা জরায়ুমুখের ক্যনসার নির্ণয় করি। জরায়ুমুখের ক্যানসার ঠিক নয়, তবে ক্যানসার হওয়ার পূর্ববর্তী অবস্থাটা নির্ণয় করা যায়।