গর্ভাবস্থায় তলপেটে ব্যথা, কখন ঝুঁকিপূর্ণ?

গর্ভাবস্থায় অনেকেরই তলপেটে ব্যথা হয়। এই ব্যথা কখন স্বাভাবিক, আর কখন ঝুঁকিপূর্ণ- এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. কামরুন নেসা আহমেদ। বর্তমানে তিনি গ্রিন লাইফ মেডিকেল কলেজে অবসটেট্রিক ও গাইনি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় আর কী কী সমস্যা হয়?
উত্তর : এ ছাড়া নিয়ে আসে তলপেটে ব্যথা। তখন বুঝিয়ে বলতে হয়। আমি বলি, দেখুন সাধারণ একটি জরায়ু থাকে ছয় সেন্টিমিটার। এটি নয় মাসে ৪০ সেন্টিমিটার হবে। এই যে বড় হবে, এজন্য তলপেটে একটু ব্যথা থাকবেই। এই ব্যথা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তবে কখনো যদি এমন হয়, খুব চাপ ধরে একটি ব্যথা হচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার চাপ ধরে ব্যথা হচ্ছে বা ব্যথার সঙ্গে একটু রক্তপাত হচ্ছে, তখন আপনি চিকিৎসকের কাছে আসতে পারেন।
একটু হালকা নিয়মিত ব্যথা- এতে সাধারণত ভয় পাওয়ার কিছু নেই। আরেকটি বিষয় হলো এই সময় যদি প্রস্রাবের সমস্যা থাকে তখন এই ব্যথাগুলো বেশি হয়।
আমরা গর্ভাবস্থার তিন মাসে প্রস্রাবের একটি রুটিন পরীক্ষা করে দেখি। টয়লেটে সমস্যা থাকলে আমরা ওষুধ খাওয়ার কথা বলে দেই।