জরায়ুমুখের ক্যানসারের স্ক্রিনিং যেভাবে করা হয়
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে স্ক্রিনিং করা জরুরি। প্রাথমিক অবস্থায় রোগ ধরা পড়লে চিকিৎসা খুব সহজে হয়।
জরায়ুমুখের ক্যানসারের স্ক্রিনিংয়ের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৭তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছেন।
প্রশ্ন : জরায়ুমুখের ক্যানসারের স্ক্রিনিংয়ের পদ্ধতি কীভাবে করা হয়?
উত্তর : যখন একজন নারী আমাদের কাছে স্ক্রিনিংয়ে আসেন, আমরা তাঁকে পরামর্শ দিই, আসলে এটিতে ভয়ের কিছু নেই। আপনার জরায়ুমুখে আমরা একটি ওষুধ দেবো। ওষুধ দিয়ে শুধু একটি যন্ত্র দিয়ে খালি চোখে দেখব, আপনার জরায়ুমুখে কোনো পরিবর্তন হয়েছে কি না। সাধারণত এটিতে আমরা পাঁচ ভাগ এসিটিক এসিড ব্যবহার করি। এটি লেবুর মতো টক একটি জিনিস। এতে ভয়ের কিছুই নেই। তাঁর জরায়ুমুখে যদি অসুস্থ কোনো অবস্থা থাকে, সে জায়গাটা সাদা রং ধারণ করে। তখনই আমরা বুঝি তাঁর জরায়ুতে কোনো পরিবর্তন এসেছে। যদি এটি সমস্যা হয়, তাহলে পরবর্তীকালে কলনোস্কোপির জন্য পাঠাই। আর যদি জরায়ুর অবস্থা ভালো হয়, তাহলে আমরা সুন্দরভাবে নিশ্চিত করতে পারি যে আপনার জরায়ুতে ক্যানসারের কোনো পূর্বাবস্থা নেই। স্ক্রিনিং করলে আগে ধরা পড়ে। চিকিৎসাটা খুব সহজ হয়।