ধারালো দাঁত থেকে জিহ্বায় ক্ষত হলে

যে দাঁতের জন্য জিহ্বায় ক্ষত সৃষ্টি হয়েছে, সেই দাঁতটির চিকিৎসা করতে হবে। ছবি : সংগৃহীত
দাঁতের ঘর্ষণে জিহ্বায় ক্ষত সৃষ্টি হয়েছে, এ জন্য অ্যান্টিবায়োটিকও খাওয়া হয়েছে, কিন্তু তাতে ক্ষত সেরে উঠছে না।
আসলে এই ক্ষত সারানোর জন্য প্রয়োজন হচ্ছে :
এ ক্ষেত্রে প্রথমত যে দাঁতের জন্য জিহ্বায় ক্ষত সৃষ্টি হয়েছে, সেই দাঁতটির চিকিৎসা করতে হবে। অর্থাৎ ধারালো দাঁতটি ভোঁতা করে দিতে হবে। তবে দাঁতটি ফেলে দেওয়াই ভালো। কারণ, দাঁতের ঘর্ষণজনিত জিহ্ববার ক্ষত ক্যানসারের রূপ নিতে পারে। কাজেই ধারালো দাঁতটি ফেলে দেওয়ার জন্য দন্তবিশেষজ্ঞ এবং জিহ্বার ক্ষতের জন্য নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরও যদি ক্ষতটি বাড়তে থাকে, তবে বায়োপসি করে দেখতে হবে ক্ষতটি ক্যানসার কি না। ক্যানসার হলে সে ক্ষেত্রে রেডিওথেরাপির চিকিৎসা নেওয়া যেতে পারে।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।