গর্ভনিরোধক ওষুধ কখন খাওয়া উচিত নয়
এক পায়ে বা পশ্চাদদেশে একটানা ব্যথা থাকলে অথবা আগে এ ধরনের থ্রম্বোএম বোলিক রোগের ইতিহাস থাকলে।
• আগের গর্ভকালীন জন্ডিস বা চুলকানির ইতিহাস থাকলে।
• লিভারের রোগে ভুগলে পিল খাওয়া ঠিক হবে না। তবে আগে জন্ডিসে ভোগার পর বর্তমানে সেরাম বিলিরুবিন, এসজিপিটি, সেরাম এলকালাইন ফসফাটেজ-এর মাত্রা স্বাভাবিক থাকলে খেতে কোনো বাধা নেই।
• ডায়াবেটিস থাকলে।
• বহুদিন ধরে রক্তচাপজনিত রোগে ভুগলে।
• মাইগ্রেন বা আধকপালে মাথাব্যথা থাকলে, ইলিলেপসি বা মৃগী রোগ থাকলে।
• হাঁপানি থাকলে, কারণ পিল খেলে হাঁপানি আরো বাড়তে পারে।
• গর্ভাবস্থায় এবং ইতিপূর্বে গর্ভকালীন হার্পিস নামক ভাইরাসজনিত রোগ দিয়ে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলে।
• বিশেষ ধরনের সিকলসেল অ্যানিমিয়া হলে।
• চর্বির বিপাকজনিত রোগে ভুগলে।
• স্তন ও জরায়ুমুখের এবং জরায়ুর ক্যানসার থাকলে কিংবা শরীরে কোনো সন্দেহজনক টিউমার থাকলে।
• এ ছাড়া কোনো অপারেশনের চার থেকে ছয় সপ্তাহ আগে থেকে পিল খাওয়া বন্ধ রাখা উচিত। এতে করে অস্ত্রোপচারের-পরবর্তী থ্রম্বোএম্বোলিক রোগের আশঙ্কা কমে যায়।
• সর্বোপরি গর্ভনিরোধক ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।