তরুণদের হৃদরোগের উপসর্গ কি প্রবীণদের মতোই?
বর্তমানে তরুণদের মধ্যে হৃদরোগের প্রবণতা দেখা যাচ্ছে। ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি কারণে অনেক সময় তরুণরা হৃদরোগে ভুগছেন।
হৃদরোগ হলে কিছু লক্ষণ বা উপসর্গ দেখা যায়। তবে তরুণদের হৃদরোগের উপসর্গ কি প্রবীণদের মতোই, নাকি কিছুটা আলাদা এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৭৯তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. আয়েশা রফিক চৌধুরী। বর্তমানে তিনি জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হগাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : তরুণদের হৃদরোগের উপসর্গ কী একই ধরনের হয়?
উত্তর : উপসর্গ একই। যখন কোনো রোগী হার্ট অ্যাটাক করেন, তিনি অল্প বয়সের হোন বা বেশি বয়সের, আমরা ধরে নিই তার বুকে ব্যথা থাকবে। বুকে অস্বস্তিকর একটি অনুভূতি থাকতে পারে। বুক ধড়ফড় করতে পারে। এই জিনিসগুলো মোটামুটি কাছাকাছি। তবে বয়স্কদের কিছু ক্ষেত্রে একটু আলাদা। যেমন কেউ যদি অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগে থাকেন, তার ক্ষেত্রে হয়তো বুকে ব্যথা প্রচণ্ড নাও হতে পারে। এ ছাড়া মোটামুটি উপসর্গগুলো একই ধরনের হয়।