গ্যাংরিন কোথায় বেশি হয়?
গ্যাংরিন বা পচন রোগে অনেককেই ভুগতে দেখা যায়। তবে এই সমস্যাটি কোথায় বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৮০তম পর্বে কথা বলেছেন ডা. জি এম মকবুল হোসেন। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে অনারারি চিফ ভাসকুলার সার্জন হিসেবে কর্মরত।
প্রশ্ন : গ্যাংরিন কোথায় বেশি হয়?
উত্তর : ধূমপান একটি ঝুঁকিপূর্ণ বিষয়। ধূমপানের কারণে হার্টে ব্লক হতে পারে। মস্তিষ্কে ব্লক হতে পারে। পায়ে হতে পারে, হাতে হতে পারে। এ ছাড়া রয়েছে উচ্চ রক্তচাপ। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এগুলোর কারণে সমস্যা হয়। এ ছাড়া যদি রক্তের চর্বির মাত্রা বেশি হয়, তাহলে রক্তনালি ব্লক হয়ে এসব জায়গায় খাবার পৌঁছাতে পারে না। বেশির ভাগ ক্ষেত্রে আমরা দেখেছি, পায়ে এই রোগটি বেশি হয়। অন্য জায়গায় হতে পারে। হাতে হতে পারে। আমাদের পেটের মধ্যে বিভিন্ন অঙ্গে হতে পারে।
প্রশ্ন : প্রাথমিক পর্যায়ে বোঝার কী উপায় রয়েছে?
উত্তর : হঠাৎ করে যে একজন মানুষের হতে পারে না, সেটি নয়। তবে সেটি কম হয়। সাধারণত মানুষের ধীরগতিতে এটি হয়। পায়ের ক্ষেত্রে দেখা যায়, একজন মানুষ হাঁটাচলার চেষ্টা করছে, স্বাভাবিক রয়েছে, একদিন হঠাৎ করে সে খেয়াল করল, হাঁটুর নিচের পেশিগুলো ঠিকমতো কাজ করছে না। সেখানে ক্র্যাম্পিং ব্যথা হচ্ছে। কেবল সেটি নয়। কিছুক্ষণ তাকে বিশ্রাম নিতে হচ্ছে। কে যেন তাকে আটকে দিচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার হাঁটল। হাঁটার পর দেখা গেল, আবার তাকে বিশ্রাম নিতে হচ্ছে। প্রাথমিকভাবে এটি থাকে। সে একটানা হাঁটতে পারে না। একদিন দেখবে যে বিশ্রামকালেও তার পায়ে ব্যথা হচ্ছে।