ফুসফুসে পানি আসার লক্ষণ কী?

ফুসফুসে পানি আসা একটি জটিল সমস্যা। এ সময় বুক ব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। এ ছাড়া আরো কিছু লক্ষণ রয়েছে।
ফুসফুসে পানি আসার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১১২তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. এ কে এম মোস্তফা হোসেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের বক্ষব্যাধি বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : যদি ফুসফুসে পানি জমে, তাহলে একজন মানুষের কী সমস্যা হতে পারে?
উত্তর : তার শ্বাসকষ্ট হবে, বুক ব্যথা হবে। তার এত বুক ব্যথা হতে পারে যে মনে হয়, তার হার্ট অ্যাটাক হয়েছে। তার জ্বর হতে পারে। সেকেন্ডারি সংক্রমণ হয়ে সেখানে পুঁজ জমা হতে পারে। রোগী তাহলে কী নিয়ে আসবে? শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, জ্বর নিয়ে আসতে পারে, বুক ব্যথা নিয়ে আসতে পারে। প্রচণ্ড বুক ব্যথা নিয়ে আসতে পারে। যদি পানি খুব বেশি জমে, তাহলে জায়গাটা খুব ভারী ভারী মনে হবে। সেখানে যদি পুঁজ জমা হয়, রোগী অনেক টক্সিক থাকবে।