আক্কেল দাঁত ফেললে কি চোখে সমস্যা হয়?
ব্যথা, সংক্রমণ ইত্যাদির কারণে অনেক সময় আক্কেল দাঁত ফেলে দিতে বলা হয়। তবে দাঁত ফেলে দেওয়ার বিষয় রোগীদের মধ্যে ভীতি কাজ করে। অনেকে ভাবেন, দাঁত ফেলে দিলে চোখে সমস্যা হয়। আবার ব্যথা হবে বলে দাঁত ফেলতে ভয় পান অনেকে।
এসব বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১০৬তম পর্বে কথা বলেছেন ডা. মো. সাইফুল আজম রনজু। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আক্কেল দাঁত ফেলার ক্ষেত্রে কী পরামর্শ দেন? দাঁত ফেলার ক্ষেত্রে অনেকেই ফেলতে চায় না। কী যুক্তি দেন তখন?
উত্তর : দাঁত ফেলার যুক্তি হলো যেহেতু দাঁতটা তার কোনো কাজে নেই, যদি কাজ করতে থাকত, তাহলে তো তার কোনো সমস্যা থাকত না- যেহেতু কাজে নেই, সে আগে দাঁতকে নষ্ট করে ফেলছে, অথবা তার এই জন্য গালে কামড় পড়ছে, সেই ক্ষেত্রে আমরা তাকে দাঁত ফেলার পরামর্শ দেই। তখন হয়তো তারা ফেলতে চায় না। কারণ, তাদের মধ্যে তখন একটা ভয় কাজ করে, যে আক্কেল দাঁত তোলা অনেক কষ্টকর। তারা আশপাশের মানুষের কাছে হয়তো শুনে আক্কেল দাঁত তোলা অনেক কষ্টকর। ঠিক এই ভয়টার জন্য হয়তো ফেলতে চায় না। আবার কেউ কেউ বলে আমার চোখে সমস্যা হবে কি না? এটি একটি প্রচলিত কথা।
প্রশ্ন : আসলেই কি চোখে সমস্যা হয়?
উত্তর : এ রকম সমস্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ, দাঁতের জন্য এক স্নায়ু, চোখের জন্য আলাদা স্নায়ু। অতএব দাঁত তুললে বা ফেলে দিলে চোখের কোনো সমস্যা হয় না। চোখের কোনো সমস্যা হওয়ারই আশঙ্কা থাকে না।