পানিবাহিত রোগগুলো কী?
পানির মাধ্যমে যে রোগ ছড়ায়, তাকেই সাধারণত পানিবাহিত রোগ বলে। যেমন : ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি।
পানিবাহিত রোগের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৩৭তম পর্বে কথা বলেছেন ডা. কামাল সৈয়দ আহমেদ চৌধুরী। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আমাদের দেশের পরিপ্রেক্ষিতে পানিবাহিত কী কী রোগ রয়েছে?
উত্তর : আপনি জানেন পানিই আমাদের জীবন। সারা দিন কিছু না খেলেও পানি পান করতে হবে। পানি পান না করলে আপনি মরে যাবেন। এই পানি একদিকে আমাদের জীবন, আবার এই পানি আমাদের জীবননাশের কারণ হতে পারে। সাধারণত পানি যদি পানযোগ্য না হয়, পানি দূষিত হলে পানিবাহিত অনেক রোগ হতে পারে। সাধারণত আমাদের ডায়রিয়া জাতীয় রোগ হয়। দ্বিতীয় হলো, টাইফয়েড জাতীয় রোগ হতে পারে। তিন নম্বর হলো, জন্ডিস বা জন্ডিস জাতীয় রোগ হতে পারে। তারপরও কিছু রোগ, যেমন : গ্যাস্ট্রোঅ্যান্ট্রোরাইটিজ বা খাদ্যনালির প্রদাহ হয়ে এই জাতীয় রোগ হতে পারে। এ ছাড়া কিছু কিছু পানিবাহিত রোগ রয়েছে। এ ছাড়া প্রচলিত ফ্লু যেটা, সেটাও কিন্তু পানিবাহিত হয়। পানিতে যে ভাইরাস তৈরি হয়, সেই পানি যদি আমরা গ্রহণ করি এখান থেকে ফ্লু জাতীয় রোগ হতে পারে। আমরা যদি দূষিত পানি গ্রহণ করি, তাহলে এই জাতীয় সমস্যা হয়।