জন্ডিস কেন হয়?

জন্ডিস একটি প্রচলিত রোগ। জন্ডিসের কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭০তম পর্বে কথা বলেছেন ডা. মাহবুব এইচ খান।
ডা. মাহবুব এইচ খান বর্তমানে বিআরবি হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জন্ডিস কী, এটি কী ধরনের রোগ?
উত্তর : জন্ডিস একটি অসুখ। এটি অনেক কারণে হতে পারে। জন্ডিস শুধু একটি লক্ষণ মাত্র। এর বহু কারণ থাকতে পারে। লিভারের মারাত্মক সমস্যা থেকে সাধারণ কারণেও জন্ডিস হতে পারে।
প্রশ্ন : কী কী ধরনের জন্ডিস রয়েছে?
উত্তর : একটি জন্ডিস, যেটা লিভারকে ক্ষত করে, একে হেপাটাইটিক জন্ডিস বলে। এগুলো সাধারণত ভাইরাল হেপাটাইটিস। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই—এই কয়টি প্রচলিত। আরো অনেক ভাইরাস রয়েছে, যেগুলো এই পর্যায়ে অত প্রচলিত নয়।
এ ছাড়া গুরুত্বপূর্ণ জিনিস হলো মদ্যপান। মদ্যপান জন্ডিস তৈরি করে। এ ছাড়া বিভিন্ন ওষুধের কারণে হতে পারে। অনেক রোগী টিবির ওষুধ খাচ্ছে, হঠাৎ করে দেখা গেল জন্ডিস হচ্ছে। খুব ক্ষতিকর। এগুলো ক্ষতিকর। সুতরাং ওষুধের জন্য হতে পারে। অন্য রাসায়নিক পদার্থের জন্য হতে পারে। এ ছাড়া পিত্তনালি, পিত্তথলি বা গলব্লাডারের সমস্যার কারণে জন্ডিস হতে পারে।
লিভারের কোষভেদে হেমোলাইটিক কন্ডিশনে, সেখানেও দেখা যাচ্ছে জন্ডিস হয়। জন্মগতভাবে কিছু কিছু রোগী জন্ডিসে ভুগতে পারে। সুতরাং অনেক মারাত্মক কারণে জন্ডিস হতে পারে।