জন্ডিস হলে করণীয়

জন্ডিস হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। জন্ডিস হলে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭০তম পর্বে কথা বলেছেন ডা. মাহবুব এইচ খান। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জন্ডিসের চিকিৎসা পদ্ধতি কী?
উত্তর : জন্ডিস হলে রোগীকে প্রাথমিকভাবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিতে হবে। অনেক সময় জন্ডিসের কারণে একিউট লিভার ফেইলিউর হয়। সে ক্ষেত্রে হাইপার একিউট, অর্থাৎ কয়েক ধরনের স্টেজে লিভার ফেইলিউর হয়। সে ক্ষেত্রে দেখা যায়, রোগীর হয়তো ঝিমুনি ভাব। প্রাথমিকভাবে দেখা যাবে, রাতে ঘুম হচ্ছে না। পরে দেখা যাবে যে আস্তে আস্তে সাড়া কম দিচ্ছে। দেখা যাবে একটু পাগলামি করছে, রোগীর জ্ঞান হারিয়ে যাচ্ছে—এ রকম হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রশ্ন : জন্ডিস রোগীরা কি সব সময় শুয়ে থাকবে? ঝালমসলা জাতীয় খাবার খাওয়া কি নিষেধ তাদের?
উত্তর : জন্ডিস রোগীরা যে শুয়ে শুয়ে আকাশের চাঁদ দেখবে, বিষয়টি তা নয়। অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকতে হবে। বাসায় কাজ করতে পারে। খাওয়া-দাওয়ার মধ্যে যেটি রুচিকর খাবার, সেগুলো খেলেন। কিন্তু অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো হবে।