আক্কেল দাঁত কী?

সাধারণত ১৮ বছর বয়স থেকে একজন মানুষের আক্কেল দাঁত ওঠা শুরু হয়। আক্কেল দাঁত ওঠার সময় সাধারণত তীব্র ব্যথা হয়। অনেক সময় সমস্যার কারণে এই দাঁত ফেলে দিতে হয়।
আক্কেল দাঁতের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭২তম পর্বে কথা বলেছেন ডা. সৈয়দ তামিজুল আহসান রতন। বর্তমানে তিনি রতন’স ডেন্টালে প্রধান পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আক্কেল দাঁত বলতে ঠিক কোন দাঁতকে বোঝায়?
উত্তর : বেশিরভাগ তরুণরা এখন আক্কেল দাঁতের সমস্যায় ভুগছে। ১৮ বছর থেকে শুরু করে ৮০/ ৯০ বছর বয়স পর্যন্ত এই আক্কেল দাঁত আসতে পারে। শেষের যে দাঁতটা একে আমরা আক্কেল দাঁত বলি। এখন মানুষ ছোট হচ্ছে, মুখের আকার ছোট হচ্ছে, তাই দাঁত ওঠতে একটু অসুবিধা হচ্ছে। আক্কেল দাঁত বিভিন্নভাবে ওঠে। কোণাকুণি ওঠে। শুয়ে ওঠে, বাঁকা হয়ে ওঠে বা আরেকদিকে হয়তো দিক বদলে ওঠে। সমস্যাটা তখনই হয় যখন সঠিকভাবে দাঁতটা না ওঠতে পারে।