পিত্তথলির পাথরের সঙ্গে জন্ডিসের সম্পর্ক রয়েছে কি?
পিত্তথলির পাথর একটি প্রচলিত সমস্যা। এ পাথরের সঙ্গে জন্ডিস হওয়ার কোনো সম্পর্ক রয়েছে কি?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৭০তম পর্বে কথা বলেছেন ডা. মাহবুব এইচ খান। বর্তমানে বিআরবি হাসপাতালের লিভার ও পরিপাকতন্ত্র বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গলব্লাডার বা পিত্তথলির পাথরের সঙ্গে কি জন্ডিসের কোনো সম্পর্ক থাকতে পারে?
উত্তর : পিত্তনালি মনে করেন একটি পাইপ। এই পাইপের মধ্যে যদি ব্লক হয়ে যায়, পানি তো আর সরবে না। পানি তো পেছনে চলে আসবে। এখন যদি পিত্তনালির মধ্যে পাথর হয় অথবা ক্যানসার হয় অথবা কৃমি গিয়ে ব্লক করে ফেলে, একে অবসট্রাকটিভ জন্ডিস বলে একটি জিনিস রয়েছে, সেটি হয়। অথবা পেনক্রিয়াসের কারণে পিত্তনালি চেপে রয়েছে, এ ধরনের সমস্যা হয়।
প্রশ্ন : এসব সমস্যা হলে কি শুধু মেডিসিন দিয়ে হয়, নাকি অস্ত্রোপচার লাগে?
উত্তর : যেগুলো চিকন পিত্তনালির ওপর হয়, সেগুলো ওষুধ দিয়ে কাজ হয়। কিন্তু যেগুলো পিত্তনালির ক্যানসার অথবা পাথর, এগুলো ভালো হয় না। এখন ইআরসিপি নামে একটি পদ্ধতি রয়েছে, এটি এন্ডোস্কোপির মাধ্যমে করা যায়। এখানে রোগীকে পরীক্ষা করিয়ে ২৪ ঘণ্টা রেখে ছেড়ে দেওয়া হয়। মূলত এন্ডোস্কোপির মাধ্যমে পিত্তনালির মধ্যে ঢুকে পাথর টেনে বের করা হয়।