পুরুষদের কি স্তন ক্যানসার হয়?
সাধারণত আমরা ধারণা করি, কেবল নারীদেরই স্তন ক্যানসার হয়। তবে এটি কি সঠিক? নাকি পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৯৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্তন ক্যানসার কেন বাড়ছে? বর্তমানে বাংলাদেশে স্তন ক্যানসারের অবস্থা কী রকম?
উত্তর : অক্টোবর মাসকে বিশ্ব স্তন ক্যানসার মাস হিসেবে উদযাপন করা হয়। পিংক অক্টোবর বলে অনেকে। পৃথিবীতে মেয়েদের মধ্যে স্তন ক্যানসার হলো এক নম্বর ক্যানসার। আগে আমাদের দেশে এটি কম ছিল। এখন এটি আমাদের দেশেও সর্বোচ্চ।
এর কারণ হিসেবে কিছু বিষয় রয়েছে। কিছু স্তন ক্যানসার রয়েছে, যেগুলো জেনেটিক। মানে বংশগত হতে পারে। স্তন ক্যানসার অ্যান্টিজেন ওয়ান, টু, যাদের মধ্যে রয়েছে, তাদের প্রথম ডিগ্রি ব্লাড রিলেটিভসের (রক্তের সম্পর্কের আত্মীয়) মধ্যে হতে পারে। আগে দেখা যেত মেয়েদের মধ্যে হয়, এখন দেখা যায় ছেলেদের মধ্যে হয়।
স্তন ক্যানসার কেবল মেয়েদের হয়, সেটি নয়। ছেলেদেরও স্তন ক্যানসার হতে পারে। আমাদের কাছে রোগী রয়েছে। আমার কাছেই রয়েছে।
এ ছাড়া অনির্দিষ্ট অনেক কারণ রয়েছে। যারা দীর্ঘদিন কনট্রাসেপটিভ ব্যবহার করে, তাদের মধ্যে হওয়ার আশঙ্কা থাকে।