Beta

সর্দি-কাশি হলে শিশু খিটখিটে মেজাজের হয় কেন?

২২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৭

ফিচার ডেস্ক
শিশুর সর্দি-কাশির বিষয়ে আলোচনা করছেন ডা. কুন্তল রায় ও ডা. সানজিদা হোসেন।

সাধারণত সর্দি-কাশি হলে শিশুরা খিটখিটে মেজাজের হয়ে পড়ে। এর কারণ কী?  

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৩তম পর্বে কথা বলেছেন ডা. কুন্তল রায়। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

প্রশ্ন : এই সময় বাচ্চারা খিটখিটে মেজাজের হয়ে পড়ে। এর কারণ কী?

উত্তর : সর্দি-কাশি হলে শিশুরা খিটখিটে মেজাজের হয়, কারণ হলো, একটি ভাইরাস শরীরের রয়েছে। সর্দি-কাশি রয়েছে। নাক বন্ধ হয়ে থাকে, গলাটাও একটু খুসখুস করে হয়তো। সে তো আসলে ব্যাখ্যা করতে পারে না, কেমন লাগছে। এই জন্য তারা আসলে বেশি খিটখিটে মেজাজের হয়ে থাকে। সঙ্গে যেটি হয় নাক বন্ধ থাকার কারণে শ্বাস নিতে পারে না, এর জন্যও তারা খুব ক্ষিপ্ত হয়ে থাকে। তখন সে গলায় সংক্রমণের কারণে ঠিকমতো গিলতে পারে না। এই কারণে আসলে এটি বাচ্চাদের জন্য খুব কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়ায়।

Advertisement