কানের যত্ন না নিলে জটিলতা কী?

কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে আমরা কান খোঁচানো শুরু করি। আর এটি কানের উপকার তো করেই না, বরং ক্ষতি করে। মূলত তখন কানের যত্ন করতে গিয়ে অযত্ন হয়ে যায়।
কানের যত্ন না নিলে কী জটিলতা হয়? এ বিষয়ে কথা বলেছেন ডা. মনিলাল আইচ লিটু। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৭তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : সঠিক সময়ে চিকিৎসা না করা হলে বা যত্ন করা না হলে জটিলতা কী রয়েছে?
উত্তর : মূলত আমাদের কাছে রোগীরা যে সমস্যা নিয়ে আসে, এর মধ্যে রয়েছে ওটাইটিস এক্সটার্নাল। এটা কী? কান খুঁচিয়ে ফাঙ্গাস তৈরি করে। এরপর কানে ইমপ্যাক্টেড ওয়াক্স হয়ে যায়। সবচেয়ে ভয়ংকর যেটি, কানের পর্দা ফুটো হয়ে যায়। মধ্য কর্ণের প্রদাহ হয়ে মৃত্যু পর্যন্ত আমরা দেখেছি। কানের পর্দা ফুটো হয়ে যদি মস্তিষ্কে সংক্রমণ চলে যায়, এটা খুব জটিল অবস্থা।