শিশুদের কানের যত্নে করণীয়
কান শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের একটি। কান ভালো রাখতে তাই কানের যত্ন নেওয়া জরুরি। তবে কানের যত্ন মানে কিন্তু কটনবাড দিয়ে কান খোঁচানো নয়। বরংচ এটি করতে গিয়ে কানের সর্বনাশই করি আমরা।
অনেক অভিভাবক শিশুদের কান পরিষ্কারের ক্ষেত্রে কটনবাড ব্যবহার করেন। এতে উপকারের চেয়ে অপকারই হয় বেশি। শিশুদের কানের যত্নের বিষয়ে কথা বলেছেন ডা. মনিলাল আইচ লিটু। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২০৭তম পর্বে সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
প্রশ্ন : শিশুদের যত্ন নিতে গিয়ে অভিভাবকরা কটনবাড দিয়ে কান পরিষ্কার করেন। এই ক্ষেত্রে আপনার পরামর্শ কী?
উত্তর : শিশুর আসলে দুটো বিষয় খেয়াল রাখতে হয়। কান পরিষ্কার করার দরকার নেই, কান থেকে যে ময়লা সেটি এমনিতে বেরিয়ে যায়। আমাদের দেশে বাচ্চাদের প্রচুর অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। অ্যান্টিবায়োটিক কিন্তু কানের ফাঙ্গাস তৈরি করে। বেশি অ্যান্টিবায়োটিক দিলে মুখে ফাঙ্গাস, কানে ফাঙ্গাস এগুলো তৈরি করে।
আরেকটি বিষয় হলো বাচ্চাদের যখন দুধ খাওয়ানো হয়, তখন বসিয়ে দুধ দিতে হবে, শুইয়ে নয়। বাচ্চাদের যে ইউশটিটিউশন টিউব এটি দিয়ে দুধ কানে চলে যায়। এতে প্রদাহ তৈরি হয়। এতে সংক্রমণ তৈরি হয়।