কিডনির সমস্যা নির্ণয়ে যেসব পরীক্ষা করবেন

কিডনির রোগ বেশ প্রচলিত বর্তমানে। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করতে পারলে জটিলতা অনেকটাই কমে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি।
কিডনির সমস্যা নির্ণয়ে পরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২২০তম পর্বে কথা বলেছেন ডা. রুম্মানা বারী। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের নেফ্রোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোন পরীক্ষাগুলো করলে কিডনির সমস্যা রয়েছে কি না, সেটি ধরা যায়?
উত্তর : আমরা প্রস্রাবের রুটিন একটি পরীক্ষা করি। ইউরিন আরই বলি, এটি করি। সিবিসি রয়েছে, কমপ্লিট ব্লাড কাউন্ট। সেরাম ক্রিয়েটিনিন রয়েছে। মাইক্রো অ্যালবুমিন নামে একটি পরীক্ষা রয়েছে, সেটি করে দেখতে পারি। আর একটি আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা গঠনগত বিষয়টি বুঝতে পারি। তবে প্রাথমিকভাবে যেটি বললাম, রক্তে সেরাম ক্রিয়েটিনিন, ইউরিনের একটি পরীক্ষা করা- এগুলো করলে চলে আসবে।