কিডনিতে পাথর কীভাবে হয়?

কিডনির পাথর একটি প্রচলিত সমস্যা। কিডনিতে পাথর কীভাবে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৩২তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ।
ডা. আজফার উদ্দীন শেখ বর্তমানে বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কিডনিতে পাথর কীভাবে হয়?
উত্তর : আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে শরীরের পানি কমে গেলে কিডনিতে পাথর হয়। শরীরের পানি কমে যাওয়াকে আমরা মেডিকেলের পরিভাষায় ডিহাইড্রেশন বলি। তখন পাথর সৃষ্টি হতে পারে।
প্রস্রাবের মধ্যে আসলে পানি আর কিছু দ্রব্য থাকে। যখন পানি কমে গিয়ে দ্রব্যগুলো বেশি হয়ে যায়, সেই অবস্থাকে বলি সুপার স্যাচুরেশন। এই সুপার স্যাচুরেশন হলে প্রস্রাবে ক্রিস্টাল তৈরি হয়। এই ক্রিস্টালগুলো বড় হতে হতে পাথর তৈরি হয়।
প্রশ্ন : অনেকে ভাবেন, আমরা পথে ঘাটে যে পাথর দেখি, সেরকম হয়ে যায় কি না। আসলে কী তাই?
উত্তর : অনেকটা মিল রয়েছে। কিন্তু এটি তৈরি হয় শরীরের রাসায়নিক পদার্থের যোগ থেকে।