৬০ থেকে ৬৫ বছরে প্রোস্টেট ক্যানসার বেশি হয়
প্রোস্টেট পুরুষদের একটি গ্রন্থি। এই গ্রন্থির ক্যানসারকে প্রোস্টেট ক্যানসার বলে। সাধারণত প্রবীণ বয়সে এই ক্যানসার হওয়ার আশঙ্কা বাড়ে।
প্রোস্টেট ক্যানসারের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৫৪তম পর্বে কথা বলেছেন ডা. আজফার উদ্দীন শেখ। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রোস্টেট ক্যানসার কি বেশি বয়সে হয়?
উত্তর : হ্যাঁ, বেশি বয়সে হয়। বিশেষ করে ৬০ থেকে ৬৫ বছর বয়সে এটি হওয়ার আশঙ্কা থাকে। মৃত্যুর হার থেকে এই ক্যানসার দ্বিতীয়। প্রতি বছর সারা বিশ্বে প্রায় এক দশমিক এক মিলিয়ন লোক প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়। প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করলে সম্পূর্ণভাবে এই ক্যানসারের চিকিৎসা করা যায়। এই জন্য আমরা প্রোস্টেট ক্যানসারের স্ক্রিনিং ও প্রতিরোধের ওপর বেশি জোর দেই।