মুখের ঘা কাদের বেশি হয়?

মুখের ঘায়ের বিষয়ে কথা বলেছেন ডা. মো. সাইফুল আজম রনজু। ছবি : এনটিভি
সাধারণত মেনোপোজাল ( ঋতুস্রাব একেবারে বন্ধ হয়ে যাওয়া) অবস্থায় নারীদের মুখে ঘা হতে পারে। এ ছাড়া আরো কিছু অবস্থায় এই ঘা হওয়ার আশঙ্কা থাকে।
মুখের ঘা কাদের বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৩তম পর্বে কথা বলেছেন ডা. মো. সাইফুল আজম রনজু। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মুখের ঘা-এ কারা বেশি আক্রান্ত হয়?
উত্তর : চল্লিশ বা পঁয়তাল্লিশের পরে পোস্ট মেনোপোজাল বা মেনোপোজাল অবস্থাতে কিছু হরমোনের কারণে হয়। আবার কারো কারো ডায়াবেটিসের জন্য হয়ে থাকে। আবার কারো খুব বেশি উদ্বেগের মধ্যে থাকলে, ঘা হতে পারে।
আর ওরালসাব মিউকাস ফাইব্রোসিস যেটি, সেটি সাধারণত সুপারির জন্য হয়ে থাকে।