দুর্ঘটনায় শিশুর দাঁত ভাঙলে কী করবেন?
অনেক সময় আঘাতের কারণে শিশুর দাঁত ভেঙে যেতে পারে। এ ক্ষেত্রে করণীয় কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৬৯তম পর্বে কথা বলেছেন ডা. মো. সাইফুল আজম রনজু।
ডা. মো. সাইফুল আজম রনজু বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আঘাতজনিত সমস্যা বলতে কী বোঝানো হয়েছে? মুখে ও চোয়ালে সাধারণত কী কী ধরনের আঘাতজনিত সমস্যা হতে পারে?
উত্তর : সাধারণত যদি প্রাথমিক পর্যায়ে দেখি, তাহলে দেখব, বাচ্চাদের আঘাত লাগে; স্কুলপড়ুয়া বাচ্চাদের। হয়তো বন্ধু বা সহপাঠী ধাক্কা দিল, সে ক্ষেত্রে একটা আঘাত নিয়ে আসে। সবচেয়ে বেশি, প্রচলিতভাবে আমরা যেটি পাই, সেটি হলো সড়ক দুর্ঘটনা। এটি যেকোনো সময়, যেকোনো জায়গায়, যে কারো হতে পারে। এ ছাড়া অনেক সময় ছাদ থেকে পড়ে আঘাত লাগতে পারে। আবার নিজেদের মধ্যে যদি ব্যক্তিগত কোনো সংঘর্ষ হয়, সে ক্ষেত্রে আঘাত লাগতে পারে। এ রকম বিভিন্ন আঘাত নিয়ে আমাদের কাছে রোগীরা আসে।
প্রশ্ন : অনেক সময় আঘাতের কারণে শিশুর দাঁত ভেঙে যেতে পারে? এ ক্ষেত্রে করণীয় কী?
উত্তর : বাচ্চাটার বয়সের ওপর কিছু বিষয় নির্ভর করে। যেমন, বাচ্চার হয়তো দুধদাঁত ছিল, সেই দাঁতে আঘাত পেয়েছে, এ ক্ষেত্রে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে সবচেয়ে বেশি দুশ্চিন্তার হয়, যখন একটি শিশুর বয়স ছয়ের ওপরে হয়। ছয় থেকে নয় বা ১০ বছর বয়সে বাচ্চাদের যখন আঘাত লাগে, তখন দাঁতটা পরিপক্ব হয় না। বিশেষ করে সামনের দাঁতেই তো সাধারণত আঘাত লেগে থাকে, তাই পরিপক্ব না হওয়ায় ওই দাঁতটা নিয়ে পরে খুব ঝামেলায় পড়তে হয়। কারণ, যখন একটি দাঁতের গোড়া পরিপূর্ণ না হয়, তখন দাঁতটা আস্তে আস্তে বিবর্ণ হয়ে যায়।
এখন কোনো একসময় দাঁত থেকে সিস্ট হয়, অনেক সময় সেই জায়গা থেকে ধীরে ধীরে টিউমার হওয়ার আশঙ্কা থাকে। আবার যদি অল্প একটু আঘাত লাগে, ওপরে ক্রাউনে যদি আঘাত লাগে, সে ক্ষেত্রে হয়তো পরে ফিলিং করতে হয়।
তবে যেটি সবচেয়ে বেশি সবার জন্য জানা দরকার, একটি দাঁত পড়ে গেলে বা দাঁতে আঘাত লাগলে, দাঁতটি মুখের ভেতর থাকলে বা সকেটে থাকলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিলেই হয়।
আর আঘাত পাওয়ার পর সম্পূর্ণ দাঁতটি যদি বাইরে চলে আসে, সে ক্ষেত্রে যাঁরা শিক্ষক বা অভিভাবক রয়েছেন, তাঁদের উচিত দাঁতকে ভেতরের দিকে নিয়ে আসা। ছয় ঘণ্টার মধ্যে নিয়ে এলে দাঁতকে সরক্ষণ করা যায়। অনেকে ভুল করে রুমালের মধ্যে নিয়ে আসে বা পানির মধ্যে রাখে। এটি না করে মুখের মধ্যে নিয়ে যেতে হবে। যদি স্থায়ী দাঁত হয়, সে ক্ষেত্রে এই কাজটি করতে হবে। আর যদি দুধদাঁত পড়ে যায়, সে ক্ষেত্রে আমরা অতটা গুরুত্ব দিই না। কেবল কিছু ব্যথানাশক ওষুধ দিলে ঠিক হয়ে যায়।