নারীদের সন্তান ধারণের সঠিক বয়স কোনটি?

বেশি বয়স নারীর বন্ধ্যত্ব হওয়ার পেছনে অন্যতম একটি কারণ। সাধারণত ৩০ বছর বয়সের মধ্যে নারীদের সন্তান নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
নারীদের সন্তান ধারণের সঠিক বয়সের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭০তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. কামরুন নেসা। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান ও পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : মেয়েদের চাকরি, ক্যারিয়ার সচেতন হওয়ার কারণে বিয়ে দেরিতে হয়, সন্তান দেরিতে ধারণ করে। এগুলো বন্ধ্যত্বের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করে কি? আপনার দৃষ্টিতে মেয়েদের সন্তান নেওয়ার জন্য উপযুক্ত বয়স কোনটি?
উত্তর : আমি তো আসলে বলছি যে বয়স একটি অনেক বড় কারণ। ত্রিশের পরে বাচ্চা নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। আমি নিজে একজন চিকিৎসক, আমি অবশ্যই বলব, মেয়েদের ক্যারিয়ার গড়তে হবে। কিন্তু এ জন্য প্রজনন বয়সটাও নষ্ট করা যাবে না। সেটাও মাথায় রাখতে হবে। আমরা যেটি পরামর্শ দেই যে, ত্রিশের আগে গর্ভধারণ করা ভালো। যদি এমন হয় যে ত্রিশের মধ্যে নিতে পারছে না, তাহলে আমরা বলব, ত্রিশের আগে অবশ্যই মূল পরীক্ষাগুলো করে ফেলুক। করে দেখুক যে তার বা তার স্বামীর কোনো সমস্যা রয়েছে কি না। যদি সমস্যা থাকে, তাহলে আর দেরি করার কোনো সুযোগ নেই। যদি কোনো সমস্যা না থেকে থাকে, কোনো ধরনের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে হয়তো একটু দেরি করতে পারে। তবে ত্রিশের পরে আর নয়। অন্তত প্রথম সন্তান ত্রিশের আগে নেওয়া উচিত।