একটোপিক প্রেগন্যান্সি কী?

সাধারণত গর্ভধারণ হয় জরায়ুর ভেতরে। তবে এই গর্ভধারণ জরায়ুর ভেতর না হয়ে অন্য কোনো জায়গায় হলে তাকে একটোপিক প্রেগন্যান্সি বলে।
একটোপিক প্রেগন্যান্সির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭২তম পর্বে কথা বলেছেন ডা. বর্ণালী দাশ। বর্তমানে তিনি আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটোপিক প্রেগন্যান্সি মানে কী?
উত্তর : গর্ভধারণ তো সাধারণত জরায়ুতেই হয়, জরায়ুর বাইরে যেকোনো জায়গায় যদি হয়, একে আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি। এটা স্বাভাবিক গর্ভাবস্থা নয়। স্বাভাবিক গর্ভাবস্থা জরায়ুতে হয়, যেহেতু এটি জরায়ুর বাইরে হচ্ছে, তাই এটি স্বাভাবিক গর্ভাবস্থা নয়।
প্রশ্ন : সাধারণত জরায়ুর বাইরে কোন জায়গায় এটি হয়?
উত্তর : এটি অধিকাংশ ক্ষেত্রে টিউবের ভেতর হয়। হ্যালোপিয়ান টিউব যেটি রয়েছে, ডিম্বনালি যেটি, ওখানেই হয়। কারণ, স্বাভাবিক যে গর্ভাবস্থা হয়, ওভারি থেকে ওভাম যখন বের হয়, তখন সেটি কয়েকটি পথ অতিক্রম করে টিউবের ভেতর আসে। আবার শুক্রাণুটা যোনিপথ দিয়ে টিউবের ভেতরে যায়। ফার্টিলাইজেশনটা ওখানে হয়। আবার শুক্রাণুটা যোনিপথ দিয়ে টিউবের ভেতর যায়। ফার্টিলাইজেশনটা ওখানেই হয়। ওখানে তিন দিন থাকে, এরপর জরায়ুতে গিয়ে প্রতিস্থাপিত হয়। কোনো কারণে এই পথে যদি কোনো সমস্যা হয়, যেতে পারল না, ওখানে থেকে গেল, সে ক্ষেত্রে টিউবে একটোপিক হয়। আর অন্যান্য জায়গায়ও সে রকমভাবে চলে গেল। সেটাকেও একটোপিক বলি। তবে টিউবেই বেশি পাই।