একটোপিক প্রেগন্যান্সির চিকিৎসায় করণীয়

একটোপিক প্রেগন্যান্সি একটি জটিল বিষয়। জরায়ুতে গর্ভধারণ না করে যদি অন্য কোনো জায়গায় গর্ভধারণ হয়, তাহলে এটি একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সির চিকিৎসাও বেশ জটিল।
একটোপিক প্রেগন্যান্সির চিকিৎসায় করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭২তম পর্বে কথা বলেছেন ডা. বর্ণালী দাশ। বর্তমানে তিনি আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটোপিক প্রেগন্যান্সির চিকিৎসা কী?
উত্তর : এটার কিছু বিষয় রয়েছে। যদি ফেটে না যায়, ফেটাল পোল থাকল না, সে ক্ষেত্রে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিই। ফলোআপে রাখি। আর যদি ফেটে যায়, অথবা পোল সব চলে এসেছে, বড় হয়ে গেছে আকার, সে ক্ষেত্রে সার্জিক্যাল ব্যবস্থাপনায় যেতে হয়। এ ক্ষেত্রে ল্যাপারোস্কোপি ভালো। সার্জারি করে ঠিক করে আনি।
সবসময় যে টিউব নষ্ট হয়ে যায়, টিউব ফেটে যায়, তা নয়। পরবর্তী গর্ভাবস্থার সম্ভাবনাও থাকে।