‘একটোপিক প্রেগন্যান্সি পুনরায় হতে পারে’
একটোপিক প্রেগন্যান্সি একবার হলে পুনরায় হতে পারে। জরায়ুতে সন্তান ধারণ না করে অন্য কোনো জায়গায় ধারণ করলে এটি একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সির বিভিন্ন অসুবিধার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭২তম পর্বে কথা বলেছেন ডা. বর্ণালী দাশ।
ডা. বর্ণালী দাশ বর্তমানে আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটোপিক প্রেগন্যান্সিতে কাদের বেলায় পরে সন্তান ধারণে সমস্যা হতে পারে? পরে যদি তিনি সন্তান নিতে চান, তাহলে করণীয় কী?
উত্তর : একবার একটোপিক হলে এটি পুনরায় হতে পারে। রোগী ও চিকিৎসক দুজনেরই বিষয়টি মাথায় রাখতে হবে। সে ক্ষেত্রে তাকে কাউন্সেলিং করতে হবে। জীবনযাপনের ধরনের পরিবর্তন করতে হবে। সংক্রমণ যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অথবা আগের যদি কোনো সার্জারি থাকে, সেটি হয়তো ঠিকঠাক করে, আবার পরীক্ষা করে রোগীকে একটু দেখে দিতে হবে। সংক্রমণ যদি হয়, তাহলে আবার ব্লক হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
প্রশ্ন : একটোপিক প্রেগন্যান্সির জটিলতা হিসেবে তিনি আর মা হতে পারবেন না, এমন হতে পারে কী?
উত্তর : একটোপিক থেকে এখানে ঝামেলা হলে হয়তো ফেলেও দিতে হয়। আমাদের টিউব ফেলে দিতে হয়, ওভারি ফেলে দিতে হয়। সে ক্ষেত্রে সন্তান ধারণের আশঙ্কা কমে যায়।