তরুণ বয়সে হার্টের রোগ হয় কেন?
একটা সময় দেখা যেত, চল্লিশ বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের হার্টের রোগ হচ্ছে। তবে বর্তমানে দৃশ্যপট পাল্টেছে। বর্তমানে তরুণদের মধ্যেও হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যাচ্ছে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৫তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা জুলফিয়া খান। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের হৃদরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্টের রোগের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যেকোনো বয়সে যে কারো হতে পারে। এর কারণ কী?
উত্তর : আসলে এখনকার পরিবেশটাই বদলে গেছে। আমি মনে করি, আমাদের সচেতনতার অভাবের এই সমস্যাগুলো অনেক এগিয়ে আসছে। এখন দেখা যায়, একজন ২০/২৫ বছরের ছেলেরও হার্টের সমস্যা থাকতে পারে। এমনকি এর চেয়ে কম বয়সের ছেলেমেয়েদেরও কিন্তু হার্টের সমস্যা হতে পারে। এই কারণে যে, আমাদের সচেতনতার অভাব রয়েছে অনেক।