মেনোপোজের পর নারীদের হৃদরোগ বাড়ে

নারীদের দীর্ঘমেয়াদি ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া হলো মেনোপোজ। মেনোপোজের পর নারীদের হৃদরোগের আশঙ্কা বাড়ে।
মেনোপোজের আগে শরীরে সঠিকভাবে ইসট্রোজেন হরমোন থাকার কারণে হার্টের রোগ কম হয়। তবে মেনোপোজের পর এই হরমোনের তারতম্যের কারণে হৃদরোগ বেশি হয়।এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৭৫তম পর্বে কথা বলেছেন ডা. ফারজানা জুলফিয়া খান।
ডা. ফারজানা জুলফিয়া খান বর্তমানে বিআরবি হাসপাতালের হৃদরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : পুরুষদের হৃদরোগ আর নারীদের হৃদরোগের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কী?
উত্তর : প্রথম পার্থক্য হলো যে আমরা নারী। এর একটি সুবিধা রয়েছে। আমাদের শরীরে মেনোপোজের আগে ইসট্রোজেন হরমোনের একটি বিষয় রয়েছে। এই হরমোন যত দিন আমাদের শরীরে পরিমাণমতো থাকবে, তত দিন আমরা হৃদরোগ থেকে সুরক্ষিত রয়েছি। যখনই একজন নারীর মেনোপোজ হবে, তখন পুরুষ ও নারীর হৃদরোগের মধ্যে তেমন কোনো পার্থক্য থাকে না। অনেক গবেষণায় দেখা গেছে যে, মেনোপোজের পর পুরুষদের তুলনায় নারীরা হৃদরোগে বেশি আক্রান্ত হচ্ছে।
মেনোপোজ হওয়ার আগে নারীদের ইসট্রোজেন হরমোন সহযোগিতা করছে। এটি লাইপোপ্রোটিন, মেটাবলিজমকে বাড়িয়ে দিচ্ছে। এটি ভাসকুলার সুরক্ষা দিচ্ছে। ইসট্রোজেনের কারণে আমরা অনেকখানি সুরক্ষিত।