বুকে ব্যথা হয় যেসব কারণে

বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক নয়। এ ছাড়া বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে। বুকে ব্যথার কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮৫তম পর্বে কথা বলেছেন ডা. মো. ইলিয়াস আলী।
ডা. মো. ইলিয়াস আলী বর্তমানে বিআরবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোন কোন কারণে বুকে ব্যথা হতে পারে?
উত্তর : বুক ব্যথা মানে কিন্তু হার্ট অ্যাটাক নয়। বুকের মাঝামাঝি যদি বলি, এখানে হৃৎপিণ্ড রয়েছে, তার পাশে রয়েছে শ্বাসনালি। শ্বাসনালির পেছনে রয়েছে ইসোফেগাস। দুই পাশে রয়েছে ফুসফুস। ফুসফুসের পর্দাকে আমরা পিউলি বলি। বুকজুড়ে অনেক কিছুই রয়েছে। বুক ব্যথা মানে এই নয় যে হার্ট অ্যাটাক হয়েছে।
বুক ব্যথা হলে আমাদের ভালো করে রোগীর ইতিহাস নিতে হবে যে বুকের কোন জায়গাটায় ব্যথা করছে, মাঝখানে নাকি পাশে। তার সঙ্গে অন্য কোনো লক্ষণ রয়েছে কি না।
একটি সহজ উদাহরণ দিই। ধরুন, একটি লোকের কাশি হয়েছে। জোরে জোরে যদি সে কাশি দেয়, তাহলে কিন্তু বুকে ব্যথা হবে। কাশি দেওয়ার পর সে অস্থির হয়ে যাবে। ঠিক সেইভাবে যদি নিউমোনিয়া হয়, এতে বুকের এক পাশে ব্যথা হবে।
আবার আমাদের খাদ্যনালি যেখানে শেষ হয়ে গেছে, খাদ্যনালির মধ্যে যে খাবারটা রয়েছে, এটি যদি উল্টে আসে, রিফ্লাক্স হয়, সেখানে বুকে ব্যথা হয়।
এখন আমি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে বলতে চাই, আমাদের হৃৎপিণ্ড ও হৃৎপিণ্ডের বাইরে একটি কাভার রয়েছে, একে বলে প্রিকার্ডিয়া। হৃৎপিণ্ডের ব্যথা হলে সেটিও বুকে হবে। পেরিকার্ডিয়াম যদি হয়, সেটিও বুকে হবে। এই ব্যথাগুলোর লক্ষণটা আলাদা। ব্যথার ধরন বা লক্ষণ দেখে কীভাবে বোঝা যাবে যে সেটি হার্টেরই সমস্যা।