হার্ট অ্যাটাক হলে দ্রুত চিকিৎসা নিন

হার্ট অ্যাটাক জীবনঘাতী সমস্যা। সময়মতো চিকিৎসা না নিলে এ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই হার্ট অ্যাটাক হলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮৫তম পর্বে কথা বলেছেন ডা. মো. ইলিয়াস আলী। বর্তমানে তিনি বিআরবি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাক হলে করণীয় কী?
উত্তর : হার্ট অ্যাটাক হলে সব সময় বিশেষজ্ঞের কাছে যেতে হবে, তা নয়। ধারের কাছে এমবিবিএস ডাক্তার হোক, নার্স হোক, তাদের কাছে যেতে হবে। কার্ডিওলজিস্ট তো সব জায়গায় নেই। হার্ট অ্যাটাক হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে। যে রোগীটা গ্রামে রয়েছে, তার জন্য তো ঢাকায় এসে চিকিৎসা নেওয়া সম্ভব নয়। সে কী করবে? তার ধারের কাছের যে চিকিৎসক রয়েছে, তাঁদের কাছে যাবে। তাঁরাই প্রাথমিক চিকিৎসা করবেন।
ধরুন, উপজেলা পর্যায়ে, সেখানে ইসিজি রয়েছে, গ্র্যাজুয়েট চিকিৎসক রয়েছে। ইসিজি করলে বুঝতে পারবে রোগীর কী হয়েছে। এরপর লক্ষণ দেখবে। দেখে যদি হার্ট অ্যাটাক নাও হয়, আমরা বলি, ‘অ্যাসপিরিন ট্যাবলেট খাও’। চারটা অ্যাসপিরিন খেয়ে নিল। এভাবে চিকিৎসা করা যায়।