জন্মগত রক্তস্বল্পতা কেন হয়?

রক্তস্বল্পতার অন্যতম কারণ আয়রনের ঘাটতি। এ ছাড়া বিভিন্ন কারণে রক্তস্বল্পতা হয়। অনেক সময় শিশু রক্তস্বল্পতা নিয়েই জন্ম নেয়। একে জন্মগত রক্তস্বল্পতা বলে। জন্মগত রক্তস্বল্পতা কেন হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮২তম পর্বে কথা বলেছেন ডা. সালমা আফরোজ। বর্তমানে বারডেম জেনারেল হসপিটালের ট্রান্সফিউশন মেডিসিন ও ক্লিনিক্যাল হেমাটোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জন্মগত রক্তস্বল্পতা কেন হয়?
উত্তর : জিনগত ত্রুটির কারণে জন্মগতভাবে রক্তস্বল্পতা হতে পারে। হিমোগ্লোবিন তৈরিতে সমস্যা হলে এ সমস্যা হয়। একটি সময় যখন বড় হতে থাকে, আগে যতটুকু চলছিল, সেটুকু আর চলে না। আর যখন সে বড় হচ্ছে, তখন তার চাহিদাও বেড়ে যাচ্ছে। তখনই ধরা পড়ে, তার একটি জন্মগত ত্রুটি রয়েছে।
এ সমস্যাটির কারণে কতগুলো অসুবিধা দেখা যায়। এদের বারবার রক্ত দিতে হয়। রক্ত বারবার দেওয়ার জন্য তাদের শরীরের আয়রন আবার বেড়ে যায়। সেটি আবার আরেক ধরনের অসুবিধা। এই শিশুগুলোকে আমাদের ফলোআপে রাখতে হয়। সব সময় নিয়মিত ওদের চেকআপে রাখতে হবে।
গর্ভাবস্থায় মায়ের যদি রক্তস্বল্পতা থাকে, সেই অবস্থায় বাচ্চা আবার বহন করে। বাচ্চাটা যখন বড় হয়, সমস্যা আরো বাড়ে।
তাই আগে থেকে সচেতন থাকতে হয়। মাকে তো এখন আমরা আয়রন দিই। বিভিন্ন ভিটামিনও দেওয়া হচ্ছে। বাচ্চা হওয়ার আগে মায়েরা যখন চিকিৎসকের কাছে আসছে, তখন এগুলো দেওয়া হচ্ছে।