পা ফাটার সমস্যা সমাধানে কী করবেন?
শীতে পা ফাটার সমস্যা খুব বেশি দেখা যায়। শীতের শুষ্ক আবহাওয়া, পায়ের প্রতি যত্ন না নেওয়া ইত্যাদি পা ফাটার অন্যতম কারণ।
শীতে পা ফাটার সমস্যা সমাধানে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৮৯তম পর্বে কথা বলেছেন ডা. শারমীন রেজা বুবলী। বর্তমানে ভিএলসিসি বাংলাদেশ হেলথ কেয়ারের ডার্মাটোলজি বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত তিনি।
প্রশ্ন : পা ফেটে গেলে করণীয়?
উত্তর : অনেকেরই শীত আসলে হাত –পা দুটোই ফেটে যায়। বিশেষ করে পা খুব বেশি ফেটে যায়। গৃহিণী মায়েরা অনেক ক্ষেত্রে সময় পায় না, পায়ের গোড়ালি বা বাড়তি কেলাস পরিষ্কার করার জন্য। ঠাণ্ডায় যেহেতু আর্দ্রতা কমে যায়, এটা ফেটে গিয়ে খুব কষ্টদায়ক পরিস্থিতি হয়। এটি অনেক সময় খুব তীব্র হয়ে যায়। তীব্রতা বাড়ার আগেই আমরা একে কমিয়ে আনতে পারি। কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলেও ঠিক করতে পারি। যদি কারো ক্ষেত্রে এটি খুব বেশি মাত্রায় পৌঁছে যায়, তার জন্য অবশ্যই খুব ভালো চিকিৎসা রয়েছে। যেকোনো ডার্মাটোলজিস্টের কাছে গেলে উনি এটি থেকে সমাধান পাবেন।