Beta

ফুসফুসের ক্যানসার কীভাবে বোঝা যাবে?

১০ জানুয়ারি ২০১৯, ১৫:৩৮

ফিচার ডেস্ক
ফুসফুসের ক্যানসারের লক্ষণের বিষয়ে আলোচনা করেছেন অধ্যাপক রেজওয়ান ইসলাম ও ডা. সাখাওয়াৎ হোসেন। ছবি : এনটিভি

ফুসফুসের ক্যানসারের লক্ষণ সাধারণত প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না। একটু অগ্রবর্তী পর্যায়ে গিয়ে ধরা পড়ে।

ফুসফুসের ক্যানসারের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক রেজওয়ান ইসলাম। বর্তমানে তিনি আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের সেন্টমাইকেল হসপিটালের ক্যানসার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

প্রশ্ন : ফুসফুসের ক্যানসার হলে কী ধরনের লক্ষণ দেখা দিতে পারে?

উত্তর : আসলে ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ নাও থাকতে পারে। তারা হয়তো পিঠে ব্যথা নিয়ে এলো। পরে আমরা দেখলাম, তার ফুসফুসের ক্যানসার হচ্ছে। আগেভাগে রোগ নির্ণয় করাটা আমাদের জন্য খুব কঠিন। অনেক সময় কাশি নিয়ে শুরু হয়। অনেক সময় কাশি হয়, রক্ত আসতে পারে মুখে। তবে সব সময়ই যে তা হয়, সেটি নয়। অনেক সময় হয়তো বুকে ব্যথা করছে, দেখা গেল বড় একটি টিউমার বসে রয়েছে বুকে।

তাই প্রতিরোধের জন্য স্ক্রিনিং করা যেতে পারে। যারা উচ্চ ঝুঁকিপূর্ণ, তাদের যদি কোনো সময় সিটি স্ক্যান করা যায়, তাদের অনেক সময় হয়তো প্রাথমিক অবস্থায় ধরা যেতে পারে।

Advertisement