কোন বয়সে ফুসফুসের ক্যানসার বেশি হয়?
সারা বিশ্বে মৃত্যুর হারের দিক থেকে ফুসফুসের ক্যানসার প্রথম। ধূমপান ফুসফুসের ক্যানসারের কারণ। কোন বয়সে ফুসফুসের ক্যানসার বেশি হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২১৩তম পর্বে কথা বলেছেন অধ্যাপক রেজওয়ান ইসলাম।
বর্তমানে তিনি আমেরিকার উইসকনসিন অঙ্গরাজ্যের সেন্টমাইকেল হসপিটালের ক্যানসার বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কোন বয়সে বেশি?
উত্তর : আমরা দেখছি, বেশির ভাগ ফুসফুসের ক্যানসার হয় ধূমপান থেকে। আজকাল আমরা দেখি ৩০ বছরের ওপর থেকে ৯০/৯৫ বছর বয়সে রোগ হচ্ছে। বয়সের তুলনায় কতখানি ধূমপান করছে, এর ওপর ঝুঁকিটা বাড়ে।