গর্ভাবস্থায় রক্তস্বল্পতা কেন হয়?

গর্ভাবস্থায় অনেকেই রক্তস্বল্পতায় ভোগেন। গর্ভাবস্থায় রক্তস্বল্পতা কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৪তম পর্বে কথা বলেছেন ডা. নাঈমা শারমিন হক।
বর্তমানে তিনি জয়নুল হক শিকদার মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় রক্তশূন্যতা বলতে কী বোঝানো হচ্ছে? গর্ভাবস্থায় রক্তশূন্যতা রয়েছে কি না, সেটি আসলে বোঝার উপায় কী?
উত্তর : রক্তস্বল্পতা কী, আগে সেটি বলি। একজন পূর্ণাঙ্গ বয়সের মানুষের যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১০-এর কম থাকে, সে ক্ষেত্রে আমরা একে রক্তস্বল্পতা বলে অবিহিত করি। এর বিভিন্ন গ্রেড থাকে—মাইল্ড, মডারেট, সিভিয়ার। যদি কারো হিমোগ্লোবিনের মাত্রা ১০ বা দশের বেশি থাকে, সে ক্ষেত্রে আমরা ধরে নিই, সে একজন সুস্থ-স্বাভাবিক মানুষ। তার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিক রয়েছে। সাধারণত গর্ভাবস্থায় রক্তশূন্যতার অনেক কারণ রয়েছে। প্রথমত, গর্ভাবস্থার আগে থেকেই রক্তস্বল্পতা থাকতে পারে। গর্ভাবস্থার পরেও এটি হয়তো থাকছে। আর দ্বিতীয়ত হলো, গর্ভাবস্থার কারণে রক্তস্বল্পতা হতে পারে। কারণ, গর্ভাবস্থায় আমাদের শরীরের যে পানীয় উপাদান, সেটি বেড়ে যায়। তখন দেখা যায় যে সেলুলার যে কম্পোনেন্টগুলো থাকে, সেগুলো কমে যাওয়ার কারণে রক্তস্বল্পতা দেখা দেয়। তার পাশাপাশি খাবারের বিষয়টিও থাকে। এখনকার যুগে নতুন মায়েরা স্বাভাবিকভাবে জাংক ফুডের দিকে বেশি আগ্রহী থাকে। দেখা যায়, পুষ্টিগুণসম্পন্ন খাবারের প্রতি তাদের আগ্রহ কম। আমরা স্বাভাবিকভাবেই জানি, লালশাক, কচুশাক, ছোট মাছ, ডিম, আনার এসবের মধ্যে আয়রন রয়েছে। এখনকার যুগের মানুষজন তো লালশাক, কচুরশাক খেতে চায় না।
অনেক কারণে দেখা যায় যে গর্ভাবস্থায় রক্তশূন্যতাটা অনেক ধরা পড়ছে। কারণ, তারা আগে থেকে রক্তস্বল্পতায় ভুগছে, সেটিও হতে পারে। আবার সে রক্তজনিত সমস্যায় ভুগছে।