রিং পরানোর পর পুনরায় হার্টে ব্লক হতে পারে?
হার্টে ব্লক হলে সাধারণত রিং পরানোর মাধ্যমে চিকিৎসা করা হয়। তবে রিং পরানোর পরও কি আবার হার্টে ব্লক হতে পারে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৩১৫তম পর্বে কথা বলেছেন ডা. মো. ফারহাদ উদ্দীন।
ডা. মো. ফারহাদ উদ্দীন বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : রিং পরানো হয় যে জায়গাটিতে সেটি কি আজীবনের জন্য নিরাপদ? না কি আবার এখানে ব্লক হতে পারে?
উত্তর : অনেকের মাঝে এই প্রশ্নটা থাকে যে একবার রিং পরালে আবার সেই জায়গাটি ব্লক হতে পারে কি না। উত্তর হলো, হ্যাঁ। হতে পারে। রিং পরালে সেখানে ব্লক হতে পারে। পেছনে ব্লক হতে পারে, নতুন নতুন জায়গায় ব্লক হতে পারে। কারণ, চর্বি জমার যে প্রক্রিয়টা সেটা যদি আপনার শরীরে অব্যাহত থাকে, তাহলে সেই রিংটাও বন্ধ হয়ে যাবে। এটি খুব গুরুত্বপূর্ণ। রক্তনালির যেকোনো প্রণালিতে যেমন হতে পারে রিংয়ের এখানেও হতে পারে।