ডেঙ্গু জ্বর হলে বোঝার উপায় কী?
তাপমাত্রা বেশি থাকা, গায়ে র্যাশ ওঠা, বমি বা বমিভাব হওয়া ইত্যাদি ডেঙ্গু জ্বরের লক্ষণ। ডেঙ্গু জ্বর হলে বোঝার উপায় কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪১৩তম পর্বে কথা বলেছেন ডা. মুহাম্মদ মাহবুব হোসেন। বর্তমানে তিনি ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ডেঙ্গু জ্বরের ধরনটা অন্য জ্বর থেকে আলাদা কোথায়? ডেঙ্গু জ্বর হলে বোঝার উপায় কী?
উত্তর : ডেঙ্গু জ্বরের পাশাপাশি একই রকম আরেকটি জ্বর রয়েছে, সেটি হলো চিকুনগুনিয়া। একইরকম অনেকটা। ডেঙ্গু জ্বরে সাধারণত গাঁটে ব্যথা হয়। জ্বর হয়, র্যাশ হয়। চিকুনগুনিয়াতেও অনেকটা তাই হয়। কিন্তু সেখানে গাঁটে ব্যথাটা তীব্র আকার ধারণ করবে। মানে আরথ্রাইটিস। গাঁট ফুলে যাবে। আবার ধরুন ম্যালেরিয়া। ম্যালেরিয়া জ্বরের রোগীগুলো একটি ভ্রমণের ইতিহাস দেবে। সে হয়তো ম্যালেরিয়ার প্রকোপ যে অঞ্চলে সেখানে বেড়াতে গিয়েছিল। একটি ইতিহাস থাকবে সেখানে। ডেঙ্গু জ্বরেরও কিন্তু একটি ইতিহাস থাকবে যে আমার কোথা থেকে জ্বর হলো। এই জ্বরগুলোতে সাধারণত অনেক জ্বর থাকবে। গায়ে ব্যথা হবে। পাশাপাশি আরো কিছু বিষয়ও যোগ হবে। পেটে ব্যথা, বমি ইত্যাদি হতে পারে। এরপর রোগী খেতে পারছে না। প্রচণ্ড মাথাব্যথা হতে পারে। এ রকম কিছু সতর্ক চিহ্ন নিয়ে আসতে পারে।
ডেঙ্গু জ্বরের আরেকটি ভাগ রয়েছে। বিস্তৃত ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর আসছে, কেউ অজ্ঞান হয়ে গেছে। ডেঙ্গু জ্বর হয়েছে, জটিল পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। এটি গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত করে, জটিলতা নিয়ে প্রকাশ পেতে পারে।