ডেঙ্গু জ্বর নির্ণয়ে যেসব পরীক্ষা করা হয়

ডেঙ্গু জ্বর নির্ণয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়। তবে এনএসওয়ান পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু জ্বর হয়েছে কি না দ্রুত বোঝা যায়।
ডেঙ্গু জ্বর নির্ণয়ে বিভিন্ন পরীক্ষার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪১৩তম পর্বে কথা বলেছেন ডা. মুহাম্মদ মাহবুব হোসেন। বর্তমানে তিনি ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের মেডিসিন বিভাগে পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কীভাবে নির্ধারণ করেন যে রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত?
উত্তর : এক নম্বর হলো, রোগীর ইতিহাস। ইতিহাস আমরা খুব সুন্দর করে নিই। জ্বরটা কতদিন ধরে এলো। জ্বরটা কতটুকু হলো- এসব বিষয়ে জানি। জিজ্ঞেস করি তার র্যাশটা কীভাবে এলো। এরপর আমরা রক্ত পরীক্ষা করি। রক্ত পরীক্ষা করে আমরা বুঝতে পারি। কারণ, ডাব্লিইউ বিসি কাউন্ট কমে যায়। প্লাটিলেট কাউন্ট কমে যায়। আর খুব দ্রুত বোঝা যাবে, এর জন্য একটি পরীক্ষা রয়েছে। সেটি হলো এনএস ওয়ান। এটি একদিনের মধ্যেই করা যায়। পাঁচদিনের মধ্যে এই এনএসওয়ান পজিটিভ হয়ে যায়। একটি পরীক্ষা রয়েছে, র্যাপিড টেস্ট। এটি পরীক্ষা করলে আমরা পরিষ্কার হয়ে যাই, তার ডেঙ্গু জ্বর হয়েছে কি না।