এনডোমেট্রোসিস কেন হয়?
জরায়ুর ভেতরের আস্তরণের প্রদাহকে এনডোমেট্রোসিস বলে।
এনডোমেট্রোসিস নারী শরীরের একটি জটিল সমস্যা। জরায়ুর একটি অংশ এনড্রোমেট্রিয়াম। এটি ঋতুস্রাবের সঙ্গে বের হয়ে আসার কথা।
কিন্তু সেটি যদি কোনোভাবে উল্টো পথে গিয়ে পেটের ভেতরে চলে যায়, তখন এটি ডিপোজিট হয়ে যায় বা বসে যায়। এটি পরবর্তী ঋতুস্রাবের সময় সেখান থেকে বৃদ্ধি পায়, এতে শরীরের ভেতরে ঋতুস্রাব হচ্ছে। এই জিনিসটিই হলো এনডোমেট্রোসিস।
এনডোমেট্রোসিস কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৪৭৪তম পর্বে কথা বলেছেন ডা. কামরুন নেসা আহমেদ। বর্তমানে তিনি গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে গাইনি ও অবস বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কারণগুলো কি জানা গেছে?
উত্তর : কারণ তো এখন পর্যন্ত এমন কিছুই বলা যায় না। বিভিন্ন থিওরি বলে রেট্রোগ্রেট মিনসট্রেশন বা উল্টো পথে ঋতুস্রাব হচ্ছে। কারো পরিবার, জেনেটিক প্রি ডিসপোজিশনের কারণে হচ্ছে। এমন অনেক কথা আসে। এটি প্রতিরোধ করা যাবে, এমন কিছু নির্দিষ্ট করে বলা যায় না।