লিভার সিরোসিস কেন হয়?

লিভারের একটি জটিল রোগ সিরোসিস। লিভারে দীর্ঘমেয়াদি কোনো প্রদাহ হলে এর কারণে ফাইব্রোসিস, নুডিউল বা গুটি গুটি জিনিস তৈরি হয়। একে লিভার সিরোসিস বলা হয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫২৭তম পর্বে কথা বলেছেন ডা. সেলিমুর রহমান। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লিভার বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : লিভার সিরোসিস কেন হয়?
উত্তর : লিভার সিরোসিসের বিষয়টি একেক দেশে একেক রকম। আমাদের দেশে ভাইরাস থেকে বেশি হয়। বি ভাইরাস বা সি ভাইরাস থেকে হতে পারে। আমাদের দেশে অ্যালকোহলের ব্যবহার বাড়ছে। অ্যালকোহল একটি গুরুত্বপূর্ণ কারণ। পশ্চিমা বিশ্বে অ্যালকোহল একটি বড় কারণ। ভারতেরও কোনো কোনো অংশে কিন্তু অ্যালকোহল জনিত কারণটি চলে আসছে।
আমাদের ধর্মীয় কারণে আসলে আমরা অ্যালকোহলটা ব্যবহার করি না। এ জন্য আমাদের দেশে অ্যালকোহলের ব্যবহার অনেক কম। তাই এ জনিত জটিলতাও আমাদের দেশে কম।