স্তন ক্যানসার নির্ণয় কীভাবে করা হয়?

বংশগতি, বয়স বেড়ে যাওয়া, শিশুকে স্তন পান না করানো, চিকিৎসকের পরামর্শ না নিয়ে জন্মগত পিল যত্রতত্র সেবন স্তন ক্যানসারের বিভিন্ন কারণ।
স্তন ক্যানসার নির্ণয়ে কী পরীক্ষা করা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩৫৫১তম পর্বে কথা বলেছেন ডা. আফরিন সুলতানা। বর্তমানে তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল ও সিটি হসপিটালের সার্জারি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : স্তন ক্যানসার যেন আগেভাগে নির্ণয় করা যায়, সে ক্ষেত্রে কী করণীয়?
উত্তর : একদম প্রাথমিক অবস্থায় যদি আমরা রোগকে নির্ণয় করতে চাই, তখনো কিন্তু আমরা আগেভাগে রোগ নির্ণয় করতে পারি। একে আমরা বলি স্ক্রিনিং পদ্ধতি।
সে ক্ষেত্রে আমরা যেটি করতে বলি, ৪০ বছরের পর আমরা ম্যামোগ্রাম করতে বলি রোগীদের। সেই ম্যামোগ্রামের মাধ্যমে ক্যানসার হওয়ার আগেই আমরা রোগটা শনাক্ত করতে পারি। একে আমরা বলি মাইক্রোক্ল্যাসিফিকেশন। রোগীর কোনো উপসর্গ নাও থাকতে পারি। খুবই প্রাথমিক পর্যায়ে আমরা রোগটা শনাক্ত করছি। তবে ক্ষেত্রবিশেষে যাদের পারিবারিক ইতিহাস থাকে, তাদের ক্ষেত্রে ৪০ বছরের আগে আমরা ম্যামোগ্রাম করি।