শিশুকে গোসল করান একদিন পরপর

শিশুর লালন-পালন বাবা-মায়ের বড় দায়িত্ব। প্রত্যেক বাবা মা চান শিশুর সর্বোচ্চ যত্ন নিতে। তবে এই যত্ন নিতে গিয়ে তারা প্রায়ই কিছু সমস্যার সম্মুখীন হন বা অনেক সময় বুঝে উঠতে পারেন না কীভাবে যত্ন নিলে শিশুটি ভালো থাকবে। এই জন্য তাঁরা অনেক সময়ই উদ্বিগ্ন হয়ে পড়েন।
শিশু, বিশেষ করে নবজাতককে গোসল করানোর বিষয়টি নিয়ে অভিভাবকরা বেশ দুশ্চিন্তায় থাকেন। শিশুকে প্রতিদিন গোসল করাবেন কি করাবেন না এ নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাঁরা।
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, শিশুকে প্রতিদিন গোসল করানো তেমন জরুরি নয়। বরং একদিন পরপর গোসল করানোই শিশুর জন্য বেশি ভালো। প্রতিদিন গোসল করানোর কিছু বাজে দিকও রয়েছে। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে শিশুকে প্রতিদিন গোসল করানোর কিছু ক্ষতিকর দিকের কথা।
ত্বক শুষ্ক করে তোলে
শিশুকে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই। কেননা প্রতিদিন গোসল করা শিশুর কোমল ত্বককে শুষ্ক করে দিতে পারে। যেটা পরবর্তী সময়ে অন্যান্য সমস্যার কারণ হতে পারে।
ভালো ব্যাকটেরিয়া কমায়
সব ব্যাকটেরিয়াই ক্ষতিকর নয়। প্রতিদিন শিশুকে গোসল করালে শরীরের জন্য উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যেতে পারে। এসব ব্যাকটেরিয়া ত্বককে জটিল সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।
ত্বকের তেল কমিয়ে দেয়
ত্বকের মধ্যে থাকা তেল শিশুর শরীরের জন্য ভালো। তবে প্রতিদিন গোসল এই তেলকে কমিয়ে দিতে পারে। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুকে প্রতিদিন গোসল না করিয়ে একদিন পরপরই গোসল করান।