ফুসফুস ক্যানসারের চিকিৎসায় কী করবেন

ফুসফুসের ক্যানসার খুব প্রচলিত একটি ক্যানসার। প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে এই ক্যানসার নিরাময় করা সম্ভব। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৩৪১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা বেগম।
প্রশ্ন : ক্যানসারের চিকিৎসা নির্ভর করে কিসের ওপর?
উত্তর : রোগীর রোগের পর্যায়টি দেখতে হবে। যেকোনো একটি পদ্ধতিতে ফেলে আমরা পর্যায়টি দেখি। যেমন টিউমারের সাইজ, লিম্ফনোট ও মেটাস্টেটিকস স্ট্যাটাস। এগুলো মিলে একটি পর্যায় করা হয়। যেমন : পর্যায় এক, দুই, তিন।
সাধারণ মানুষ খুব জানতে চায় কোন পর্যায়ে রোগী রয়েছে। তখন তাদের অবস্থা বুঝে বলতে হয়, প্রাথমিক পর্যায়ে আছে বা ছড়িয়ে গেছে। অন্যগুলো হয়তো তারা অতটা বোঝে না।
সাধারণত তার টিউমারের আয়তনের ওপর বিষয়টি নির্ভর করে। টিউমারটি কেবল ফুসফুসের ওপর সীমাবদ্ধ কি না সেটা দেখা হয়। ফুসফুস থেকে আরেকটু ছড়িয়ে গেছে কি না সেটি দেখা হয়।
প্রশ্ন : ফুসফুসের ক্যানসারের চিকিৎসা কী?
উত্তর : চিকিৎসাটা পর্যায়ের ওপর ভিত্তি করে দেওয়া হয়। খুব প্রাথমিক পর্যায় যদি হয়, তার হিস্টোলজিও দেখা হয়। খুব প্রাথমিক পর্যায়ে হলে সার্জারির একটি ভূমিকা থাকে। সার্জারি করার পর প্যাথোলজিক্যাল পর্যায় করা হয়। সেটার ওপর ভিত্তি করে সহযোগী চিকিৎসাগুলো দেওয়া হয়। খুব প্রাথমিক পর্যায়ে, তার টিউমারের আকার যদি ছোট হয়, তখন সার্জারি করা হয়। খুব প্রাথমিক পর্যায় থেকে ফুসফুসের ক্যানসারে সিস্টেমিক চিকিৎসা করা হয়।
সার্জারির পরে এডজোভেন্ট চিকিৎসার প্রয়োজন হয়। কিছু কিছু ক্ষেত্রে আবার সার্জারি করা যায় না। এ ক্ষেত্রে প্রথমেই তাকে কেমোথেরাপি দিতে হবে। এরপর তাকে রেডিওথেরাপি দিতে হয়। এরপর আরো কিছু ব্যবস্থাপনা থেরাপি আছে। প্রাথমিক পর্যায়ে এলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।