হাতে আঘাত ছাড়া কী সমস্যা হয়?

হাতের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। হাতের সমস্যা হলে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।
এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৩৪৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. মো. মহিউদ্দীন। বর্তমানে তিনি হ্যান্ড অ্যান্ড মাইক্রোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রশ্ন : হাতে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কখনো আঘাতজনিত সমস্যা হয়, কখনো কখনো আঘাত ছাড়াই নানা রকম সমস্যা হয়। হাতে সাধারণত কী কী সমস্যা হয়?
উত্তর : হাতে অনেক সময় আঘাতজনিত সমস্যা হয়। আঘাতের জন্য আমাদের হাতের যে হাড় রয়েছে, সেগুলো ফ্র্যাকচার হতে পারে। নরম টিস্যু আহত হতে পারে। পেশি আহত হতে পারে। টেনডন আহত হতে পারে। স্নায়ু আহত হতে পারে। রক্তনালি আহত হতে পারে। এগুলো ছাড়াও কিছু অর্থোপেডিক সমস্যা আছে, সেগুলো হতে পারে। আঘাতজনিত কারণ ছাড়াই আবার অনেকগুলো হতে পারে। যেমন : আমাদের হাতে অনেক সময় টিউমার হয়।
টিউমারগুলো নার্ভ থেকে উঠতে পারে, টেনডন শিট থেকে উঠতে পারে। পেশি থেকে উঠতে পারে। রক্তনালি থেকে হেমানজিওমা হতে পারে। গ্যাংরিন হতে পারে। স্নায়ু যেখান দিয়ে আসে সেখানে কোথাও কোথাও বাধা পেতে পারে। আমরা বলি, নার্ভ এনটার্পমেন্ট। ট্রিগার থাম্ব বা ট্রিগার ফিঙ্গার হতে পারে। কার্পল ট্যানেল সিনড্রম হতে পারে। অনেক ধরনের সমস্যাই হতে পারে।
প্রশ্ন : লিগামেন্ট, ট্যানডনের সমস্যায় আপনারা অনেক সময় সার্জারি করেন। এ রকম অনেক সময় শোনা যায় যে লিগামেন্ট সার্জারি করার পর আঙুল আগের মতো আর বাঁকা হচ্ছে না। এটা হয় কেন এবং করণীয় কী?
উত্তর : আমরা যে টেনডন রিপেয়ার করি, এরপর রোগীদের যেভাবে ব্যায়াম করতে বলি সেটা নিয়ম মেনে না করার কারণে সমস্যা হয়। তাই এ রকম সার্জারির পর রোগীদের নিয়ম মেনে চলতে হবে।