নবজাতকের জন্ডিসের চিকিৎসা কেন জরুরি?

নবজাতকের জন্ডিস সাধারণ থেকে কখনো কখনো জটিল আকার ধারণ করতে পারে। তাই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে সময়মতো চিকিৎসা করা জরুরি। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ২৪০১তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন আজগর আলী হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের পরামর্শক ডা. নাসিম জাহান জেসি।
প্রশ্ন : জন্ডিসের চিকিৎসা না নিলে আরো কী কী ধরনের সমস্যা হতে পারে?
উত্তর : চিকিৎসা না নিলে প্রধান ক্ষতিটা হয় মস্তিষ্কে। এতে শিশুর তাৎক্ষণিক কিছু সমস্যা হতে পারে। দেখা যায় খিচুনি হতে পারে। খিচুনি হয়ে সে কোমায় চলে যেতে পারে। অনেক সময় মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা খুবই বড় বিষয়। এ জন্য আমাদের প্রত্যেকটি শিশুরই বিলুরুবিন চেক করা উচিত। সাধারণত দেখা যায় যেহেতু জন্মের তিন চারদিন পর এটি বাড়ে। তাই কোনো শিশুর যদি হাসপাতাল থেকে ছুটিও হয়ে যায়, তাও চিকিৎসকের কাছে আসতে হবে।
এমনকি হাসপাতালে হয়তো পাঁচদিন বয়সে ছুটি হলো তখনো জন্ডিস বৃদ্ধি নাও পেতে পারে, কিন্তু পরে দেখা গেল সাত, আট, নয়, দশদিনে বেড়ে যায়, তখনো তিন-চারদিন পর আবারও চিকিৎসকের কাছে আসতে হবে। অথবা মা যদি শিশুর জন্ডিস বুঝতে পারে, তখনো চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে। চিকিৎসকরা রক্ত পরীক্ষা করে তার চিকিৎসা দেন। সাধারণত দেখা যায় কম বিলুরুবিন থাকলে ফটোলাইটেই ঠিক হয়ে যায়। আর যদি বিলুরুবিনের মাত্রা বেশি হয়ে যায়, অনেক সময় দেখা যায় রক্ত পাল্টানোরও প্রয়োজন হয়।
আর যদি একেবারে কম থাকে অনেক ক্ষেত্রে মাকে বলা হয় রোদে রাখতে। সারাদিনের দরকার নেই, সকাল ৮টা থেকে সাড়ে ৮টা, এই সময়টা যদি একটু রোদে রাখা হয়, তাহলে ভালো হয়। তবে এটা খেয়াল রাখতে হবে শিশু যেন ঠান্ডা হয়ে না যায়। তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। আর বেশি বিলুরুবিন হলে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।